ডায়ালসিলেট ডেস্ক :: শক্তিশালী টর্নেডোতে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ ঝড় আঘাত হেনেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

আজ রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

 

এ প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে একের পর এক টর্নেডো ও ঝড় আঘাত হানছে। মিসৌরিতে স্থানীয় সময় শুক্রবার রাতভর তাণ্ডব চালায় একাধিক টর্নেডো, এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। আরকানসাসে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা যায়।

 

 

এসময় মিসৌরিতে ১২ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে টেক্সাস, আরকানসাস ও জর্জিয়াতেও প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে।

 

গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স জানিয়েছেন, জরুরি উদ্ধারকর্মীরা মাঠে নেমেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। টেক্সাসেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। অ্যামারিলো এলাকায় ধুলিঝড়ের কারণে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

 

 

এদিকে, এমন আরও টর্নেডোর আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নতুন করে টর্নেডো লুইসিয়ানা, মিসিসিপি, আলাবামা ও জর্জিয়ায় আঘাত হানতে পারে। একইসঙ্গে, উত্তরাঞ্চলে তুষারঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে।

 

 

এনিয়ে টর্নেডোর আঘাতে দুই লাখের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জর্জিয়া ও আরকানসাসের স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *