Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধে আগামী ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এছাড়া ২৬ মার্চ সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা, আমন্ত্রিত ভিভিআইপি, ভিআইপি এবং আগত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ করা পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণকালে সেখানকার ফুলের বাগানের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।
