Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: ঈদুল ফিতরের দিন শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’ মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের কাছে আশানুরূপ সাড়া পাচ্ছে ছবিটি। তবে সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিনেমাটির পরিচালক মেহেদি হাসান ও প্রযোজক শাহরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে যান।
পরিচালক মেহেদি হাসান জানান, সিনেমাটি বর্তমানে দেশের ১২০টি হলে চলছে। তবে কোন হল থেকে পাইরেসি হয়েছে তা এখনও নিশ্চিত নই।
প্রযোজক শাহরিন আক্তার বলেন, মুক্তির আগেই সিনেমাটির পাইরেসি সুরক্ষার জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ফলে সোশ্যাল মিডিয়া থেকে ফুটেজগুলো নামিয়ে ফেলা গেছে। তবে হল থেকে যারা কপি করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল।
ছবিটিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন কালকাতার ইধিকা পাল। আরও রয়েছেন, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত, নুসরাত জাহান প্রমুখ।
