প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা। সবাই মিলে আমরা অধ্যাপক ইউনূস সরকারকে দায়িত্ব দিয়েছি। তিনি অনেক জ্ঞানী ও নোবেলবিজয়ী মানুষ, তবে রাজনীতিবিদ নন। গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা উচিত। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে নির্বাচন দ্রুত দেয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
সোমবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত গণসংযোগ ও মতবিনিময় সভা এসব কথা বলেন তিনি। এসময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের আরাকান আর্মিদের হিউম্যান প্যাসেজ দেয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আরাকান আর্মিদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথ দেয়া অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শান্তি ও স্থিতিশীলতা জড়িত আছে। তাই সরকারের উচিত ছিল এই বিষয়ে আগে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা। এটা না করে তারা একাই হিউম্যান প্যাসেজ দিয়েছে। মানুষকে সাহায্যে করতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এটা হতে হবে সকলের মতামতের ভিত্তিতে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আরেকটা যুদ্ধে জড়াতে চাই না বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশটাকে জাহান্নামে পরিণত করেছিল। হামলা-মামলা, গুম, খুন, নির্যাতনসহ কোটি কোটি টাকা লুট করেছে তারা। দেশের মানুষ অস্থির হয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে। গণ-অভ্যুত্থানের পরে বেগম জিয়া হাসপাতাল থেকে একটি বাণী দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অনেক নির্যাতন হয়েছে, রক্তপাত ঘটেছে। আসুন সব প্রতিহিংসা বাদ দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ি। সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech