প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: আনুশকা শর্মা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও সাবেক মডেল। তিনি ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অভিষেকেই প্রশংসিত হন।
চলচ্চিত্রে অবদান রেখে ফিল্মফেয়ার পুরস্কারও জিতেন। তার বাবা কর্নেল অজয় কুমার শর্মা একজন সেনা কর্মকর্তা, মা অসিমা শর্মা গৃহিণী। তিনি আর্মি স্কুলে পড়াশোনা করেন এবং বেঙ্গালুরু মাউন্ট কারমেল কলেজ থেকে স্নাতক পাশ করেন।
অভিনয়ে জনপ্রিয়তার মাধ্যমে নজর কাড়েন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির। ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের সেটে প্রথম তাদের দেখা হয়। সেই সময়ই তারা একে অপরের প্রেমে পড়েন। যদিও সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি।
এরপর ২০১৭ সালে তারা বিয়ে করেন। ইতালিতে হয়েছিল তাদের বিবাহ বাসর। বর্তমানে বিরাট কোহলি-আনুশকা শর্মা দুই সন্তানের বাবা মা। দুই সন্তানকে নিয়ে লন্ডনে থাকছেন তারা। ২০২১ সালে তাদের মেয়ে ভামিকার জন্ম হয়। ২০২৪ সালে ভূমিষ্ঠ হয় ছেলে অকায়ের।
নিজেদের দাম্পত্য জীবনের একটি অজানা তথ্য ফাঁস করলেন অভিনেত্রী আনুশকা শর্মা। তিনি জানান, আমি আমার প্রিয় বন্ধুকে বিয়ে করেছি। আমি আমার শক্তিকে বিয়ে করেছি। আমি এমন একজনকে বিয়ে করেছি যাকে আমি সে কেমন মানুষ সেটার জন্য ভালোবেসেছি। আমরা যখন একসঙ্গে থাকি তখন আমাদের কাছে পৃথিবীর আর কোনো অস্তিত্ব থাকে না।
তিনি আরও জানান, আমাদের বিয়ের প্রথম ছয় মাস আমরা হয়তো সর্বসাকুল্যে ২১ বা ২২ দিন একসঙ্গে কাটিয়েছিলাম। মুম্বাইয়ে একসঙ্গে খুব কম সময় কাটিয়েছি সেই সময়। এমনকি আমাদের বাড়ির কর্মচারীরা আমাদের একসঙ্গে বাড়িতে দেখতে পেলে খুব খুশি হতো।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech