বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন বশির আহমদ

প্রকাশিত: ৫:৪৬ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৫

বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন বশির আহমদ

ডায়ালসিলেট ডেস্ক :: দীর্ঘ ৪ মাস পর আগামী সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

 

রবিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দ্যেশ্যে যাত্রাকালে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীসহ সর্বস্তরের জনগণের নিকট দোয়া চেয়েছেন জাতীয়তাবাদীদল যুক্তরাজ্য বিএনপি’র উপদেষ্টা ও মিডিলসেক্স বিএনপি শাখার সভাপতি এবং লন্ডন বাংলাদেশ সেন্টারের ট্রাষ্ট্রি বশির আহমদ।

তিনি বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা অবৈধ সরকার দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় নেত্রীকে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বন্দী করে রেখেছিল। আজ সেই ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালাননি দেশের মানুষকে ছেড়ে যাননি। লন্ডনে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করেছেন। এই ৪টি মাস পরিবারের সাথে সময় পার করে অনেকটা সুস্থ হয়েছেন। আমি ম্যাডামের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

এদিকে, খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক, তিনি বলেছেন, ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো।

আগামী সোমবার ৫ মে লন্ডন থেকে দেশের উদ্দ্যেশ্যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে রওয়ানা হবেন। লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়ার সফরসঙ্গী থাকবেন আটজন। তারা হলেন-তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

উল্লেখ্য , ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। করোনা মহামারির সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মিথ্যা মামলায় কারাবন্দি ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে আসেন। ১৭দিন লন্ডনে ক্লিনিকে উন্নত চিকিৎসা নেয়ার পর ছেলে তারেক রহমানের বাসায় প্রাথমিক চিকিৎসাধী নেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

দীর্ঘ ৪মাস চিকিৎসার থাকার পর তিনি আগামী সোমবার  ৫মে দেশের উদ্দ্যেশ্যে রওয়ানা হবেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ