Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: এক দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির শিক্ষার্থীরা। বুধবার দুপুর ২ টার দিকে এ অবরোধ শুরু করেন তারা। ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের দাবিতে এই কর্মসূচি। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এ সময় শাহবাগ হয়ে রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
অবস্থান কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেয়া হচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান দিতে হবে। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।
