Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। ২০২৪ সাল শেষে দেশে মোট বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২৬ লাখ ১০ হাজার বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপের প্রকাশ করা তথ্য অনুযায়ী- ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে তার আগের তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় বেকার বেড়েছে ৬০ হাজার। ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে বেকার জনগোষ্ঠী ছিল ২৫ লাখ ৫০ হাজার।
এদিকে বিবিএসের তথ্য বলছে, ২০২৪ সালে দেশে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে ২০২৩ সালে ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।
