ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত্র ৩টায় উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের গোলগাঁও এলাকায় অভিযান চালিয়ে জোয়া খেলা অবস্থায় ৩ জনকে গ্রেপ্তাতার করা হয়।
আসামিরা হলেন, এলাইছ মিয়া, রুবেল মিয়া, বিল্লাল হোসেন।
শ্রীমঙ্গল থানার এএসআই মো. আকরাম জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানের নির্দেশনায় ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়।
এদিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ও ভারতীয় মদসহ ৪ জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, বিনোদ তাঁতী, ৩১ পিছ ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামি আব্দুল খালেদ, মিরাজ মিয়া, সাদ্দাম হোসেন।
আটককৃতদের বিরুদ্ধে জিআর পরোয়ানাসহ আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে। মাদক ও জুয়ার মতো অপরাধ দমন করতে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

