Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ এস এম আমানুল্লাহের ওপর ‘হামলা’র ঘটনা ঘটেছে। বুধবার ভিসি ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, গাড়ি থেকে নামার সময় স্নাতক (পাস) ২০২২-এর পরীক্ষার্থীরা ভিসিকে ঘিরে ধরে অটোপাসের দাবিতে স্লোগান দিতে থাকে। এ সময় তারা ভিসিকে উদ্দেশ্য করে হামলা করা হয়। এই ঘটনায় তিনি আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, স্নাতক (পাস) কোর্সের ছাত্রছাত্রীরা অটোপাসের দাবিতে কয়েক মাস আগেও আন্দোলন করেন। এসময় বিশৃংখল অবস্থার সৃষ্টি করেছিল কিন্তু অটোপাস না দেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃঢ় অবস্থান ধরে রাখে।
