ডায়ালসিলেট ::সুনামগঞ্জের ধর্শপাশা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র ( পিস্তল) উদ্ধার করেছে সুনামগঞ্জ ২৮ বিজিবি। সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা টিলার নিচ থেকে এ দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বিজিবি।
Thank you for reading this post, don't forget to subscribe!বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাঙ্গালভিটা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. ফিরোজ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল ধর্মপাশা উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা নামক স্থানের টিলার নীচ থেকে পরিত্যাক্ত অবস্থায় ২টি পুরাতন আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করে।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

