ডায়াল সিলেট ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ এই মর্মে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর ফলে বিসিবির পরিচালক পদ হারালেন ফারুক আহমেদ। এতে করে এই মুহূর্ত থেকে তিনি আর বিসিবি সভাপতি নন।

 

এখন বিসিবি সভাপতি পদ শূন্য। নতুন করে বিসিবি সভাপতি হবেন অন্য কেউ। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতি হওয়া নিয়ে জোড় আলোচনা চলছে। নতুন কোনো নাটকীয় কিছু না হলে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়নই হতে যাচ্ছেন বিসিবির পরবর্তী সভাপতি।

 

গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়। ৯ মাসের মাথায় পদ হারালেন তিনি। ফারুকের প্রতি অনাস্থা জানিয়ে গতকাল ক্রীড়া পরিষদ বরাবর চিঠি দেন বিসিবির ৮ পরিচালক। আর আজ রাতেই তার মনোনয়ন বাতিল করলো ক্রীড়া পরিষদ।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *