ডায়াল সিলেট ডেস্ক :: দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করা পাকিস্তান ২০১ রান করেছে। সর্বোচ্চ ৭৪ রান করেন শিহাবজাদা। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তানজীম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে পাকিস্তান। শিহাবজাদা ৩৯ আর মোহাম্মদ হারিস ২৩ রানে ব্যাটিং করছেন।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাচানোর লড়াইয়ে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। এ নিয়ে টানা ৫ ম্যাচে টস হারলেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। এই ম্যাচে বাদ পড়েছেন সহ অধিনায়ক শেখ মেহেদী। তার জায়গায় ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ দল আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে। দলে ঢুকেছেন মেহেদী হাসান মিরাজ। বাদ পড়েছেন সহ–অধিনায়ক মেহেদী হাসান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামী হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।
একাদশে একটি পরিবর্তন এনেছে পাকিস্তানও। ফখর জামানের জায়গায় এসেছেন সাহিবজাদা ফারহান।
সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস।