নিজস্ব প্রতিবেদক:সিলেট নগরীর তালতলা থেকে ৮৮ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় একটি আবাসিক হোটেল ও ১১টায় হোটেলের সামনের রাস্তা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশালের গৌরনদীর ধানডোবা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. রিয়াজ উদ্দিন (৩৫), ঢাকার কেরানীগঞ্জের পার্গেনডেরা গ্রামের আফজল হোসেনের মেয়ে পারভীন বেগম (৩৫), সুনামগঞ্জের তাহিরপুরের পাটাবুকা গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (২৯) এবং কিশোরগঞ্জের কটিয়াদির গুইচ্ছাহাটা গ্রামের তমির মিয়ার ছেলে শোয়েব (১৮)।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

