ডায়ালসিলেট ডেস্ক::সিলেট সদর উপজেলার ৫ নং মেন্দিবাগ এর বাসিন্দা সৈয়দ নুরুজ্জামান-কে লিগ্যাল নোটিশ দিয়েছেন অভিযুক্তর চাচা সম্পর্কিত একই এলাকার মো: আব্দুল মালিক, পিতা- মরহুম রহম উল্ল্যা-এর পক্ষে সিলেট জেলা বারের বিশিষ্ট, প্রবীন ও বিজ্ঞ আইনজীবি জনাব কাজল কান্তি পুরকায়স্থ। গত ২৩/০৯/২০২০ তারিখে এ লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। নোটিশে জনাব সৈয়দ নুরুজ্জামান অভিযোগকারীর নিকট থেকে নেয়া ২০০০০০ (দুই লক্ষ) টাকার চেক ডিজওনার হওয়ায় Negotiable Instrument Act 1881এর ১৩৮ ধারার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে সকল পরিনতির জন্য দায়ী থাকবেন বলে উল্লেখ করা হয়। গত ১৫/০৯/২০২০ তারিখে একই দায়ী ব্যাক্তির বিরুদ্ধে বিজ্ঞ আইনজীবি ১২ লক্ষ টাকার চেক ডিজওনার হওয়ায় একই আইনে লিগ্যাল নোটিশ প্রদান করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *