এবার নবীগঞ্জে গণধর্ষণের শিকার গৃহবধূ!

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

এবার নবীগঞ্জে গণধর্ষণের শিকার গৃহবধূ!

ডায়ালসিলেট  ডেস্ক::

হবিগঞ্জের নবীগঞ্জে এবার গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে নির্যাতনের শিকার নারী বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, উপজেলার সৈয়দপুর এলাকার এক গৃহবধূ রোববার সন্ধ্যায় সিএনজি চালিত অটোরিকশাযোগে শেরপুর থেকে মজলিসপুর যাচ্ছিলেন। এ সময় মজলিসপুর নামিয়ে না দিয়ে গৃহবধূর হাত পা, মুখ বেধে রাতভর বিভিন্নস্থানে নিয়ে যায় অটোরিকশাচালক। পরে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে রাতভর সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করা হয়। সোমবার সকালে অটোরিকশা দিয়ে তাকে আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এর পর স্থানীয় কিছু মাতবর ও জনপ্রতিনিধি বিষয়টি আপসের চেষ্টা চালান। ঘটনা জানাজানি হলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, এ ঘটনায় তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করছে।

0Shares