ডায়ালসিলেট::
Thank you for reading this post, don't forget to subscribe!নগরীর সুবিদ বাজার থেকে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মালামালসহ ট্রাক উদ্ধারের পাশাপাশি মোট ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ । বুধবার এসএমপির এক প্রেস বিঞ্জপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলো- চাঁদপুর মতলব থানার শাহ জালাল ভুইয়ার ছেলে মোবারক ভূইয়া, বিশ্বনাথের পুরান সিরাজপুর গ্রামের তজম্মুল আলীর ছেলে ময়নুল, জগন্নাথপুর থানার আসামপুরের কয়ছর আহমদের ছেলে রুমন, জালালাবাদ থানার আখালিয়া নতুন বাজার এলাকার শরীফ, কলাপাড়া বেতের বাজার এলাকার কালা মিয়ার ছেলে সাদ্দাম।
এর আগে মঙ্গলবার ভোরে নগরীর সুবিদবাজার এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে। চালককে অপহরন করে লাফার্জ সিমেন্ট বোঝাই ট্রাক ছিনতাই করা হয় । ট্রাকটি ৩শ বস্তা সিমেন্ট নিয়ে ছাতক লাফার্জ হোলসিম কোম্পানি থেকে সিলেটের কানাইঘাটের গাছবাড়ি যাওয়ার কথা ছিল ।

