ডায়ালসিলেট::
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট নগরীর আখালিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় র্যাব দু’জনকে গ্রেফতার করেছে। বুধবার (৭ অক্টোবর) আখালিয়াস্থ বড়টিলা এলাকা থেকে রোমান আহমদ ওরপে রুম্মান মিয়া ও জহিরুল ইসলামকে গ্রেফতার করেন র্যাব ৯-এর সদস্যরা।
গ্রেফতারকৃত রোমান আহমদ আখালিয়া এলাকার বড়বাড়ি সি ব্লকের জালালিয়া ১২ নম্বর বাসার মৃত মফিজুল ইসলামের ছেলে এবং জহিরুল ইসলাম জনি সুনামগঞ্জ থানাধীন তেগরিয়া গ্রামের সুহেল মিয়ার ছেলে। বর্তমানে জনি আখালিয়া বড়বাড়ির বন্ধন ডি/১৮ শহীদ মিয়ার কলোনিতে বসবাস করে আসছে।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জানান, ধর্ষণের মামলায় র্যাব দুজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় গত শনিবার (৩ অক্টোবর) জালালাবাদ থানায় মামলা নম্বর-৬ দায়ের করেন ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতিত মাদ্রাসাছাত্রী গত ২৫ সেপ্টেম্বর রাতে দিকে তার ভাইয়ের বন্ধু জনির স্ত্রী অসুস্থ শুনে তাকে দেখতে যায়। রাত ১২টার দিকে আখালিয়ার বড়টিলা এলাকার বাসিন্দা রোমান আহমদ (২৬) জনির বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি শুরু করে। তখন সে বাইরে আসতে না চাইলেও জনির কথায় সে রোমানের সামনে যায়। তখন রোমান ছাত্রীর মুখ বেঁধে স্থানীয় শহীদ মিয়ার কলোনির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।

