ডায়ালসিলেট:: বালাগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার এজাহারনামীয় এক আসামীকে বিশ্বনাথ থেকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামি হাসান আহমদ অনিক (২০) উপজেলার নশিওরপুর গ্রামের লকুছ মিয়ার ছেলে।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বালাগঞ্জ থানার এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে থানা পুলিশের একটি দল বিশ্বনাথ থানার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে হাসানকে গ্রেফতার করে।
বালাগঞ্জ থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি হাসান ১ অক্টোবর বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নে ভিকটিমের মামার বাড়ি থেকে সৎ পিতার বাড়ি যাওয়ার পথে পথিমধ্যে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে সিলেট নগরীর অজ্ঞাত স্থানে নিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।্এ ঘটনায় ভিকটিমের মামা বাদি হয়ে অক্টোবর বালাগঞ্জ থানায় একটি মামলা (০২(১০)২০২০) দায়ের করেন। গ্রেফতারকৃত হাসান ওই মামলার ১ নম্বর আসামি।

