ডায়াল সিলেট ডেস্ক ::দুদিন আগে ছিল বলিউড অভিনেতা রণবীর সিংয়ের জন্মদিন। ওই দিনেই প্রকাশ পায় তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর ফার্স্টলুক। অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি পরিচালনা করছেন নির্মাতা আদিত্য ধর। সিনেমাটিতে রণবীরের সঙ্গে কাজ করবেন সারা অর্জুন।

 

বলিউডে সারা নাম আসলেই প্রথমে মনে ভেসে উঠে সারা আলী খানের কথা। এরপর আসে সারা টেন্ডুলকারে কথা। সেই জায়গায় কে এই সারা অর্জুন, তা নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের অন্ত নেই।

 

কম বয়সি অভিনেত্রীদের নিয়ে কাজ করায় বিভিন্নবার কটাক্ষের শিকার হয়েছেন বলিউডের বহু অভিনেতা। এ তালিকা থেকে বাদ যায়নি সালমান খানও। ৩১ বছরের ছোট অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধে সমালোচিত হয়েছিলেন তিনি। আর ‘সিতারে জমিন পর’ সিনেমাতে ২৩ বছরের ছোট জেনেলিয়ার সঙ্গে জুটি বেঁধে কটাক্ষের শিকার হন আমির খান। এবার সেই তালিকায় যোগ হলো রণবীরের নাম। ২০ বছরের ছোট সারার সঙ্গে পর্দায় প্রেমে মাতবেন তিনি।

 

গত রোববার ৪০-এ পা রাখেন রণবীর। আর তার নতুন সিনেমার নায়িকা সারা অর্জুনের বয়স মাত্র ২০ বছর। এ জুটি দেখেই নিন্দুকেরা বলছেন, ‘রণবীরও এবার হাঁটুর বয়সি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন।’ কিন্তু কে এই সারা অর্জুন?

 

দক্ষিণী চলচ্চিত্রজগতে সারা অর্জুন অতি পরিচিত নাম। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন। হিন্দি সিনেমাতেও কাজ করেছেন সারা। এছাড়া সারার আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেতা জয় অর্জুনের মেয়ে। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হোস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র মতো সিনেমাতে অভিনয় করেছেন সারা। সিনেমাতে অভিনয় করার আগে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে।

 

২০১১ সালে তামিল সিনেমা ‘দেইভা থিরুমঙ্গলম’ থেকে অভিনয়ের সফর শুরু সারার। মাত্র ছয় বছর বয়সে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই বছরই হিন্দি সিনেমা ‘৪০৪’-এ অভিনয় করেছিলেন এ দক্ষিণী অভিনেত্রী। ২০১৩ সালে ‘এক থি ডায়েন’ সিনেমাতে ইমরান হাশমির বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সারা। এরপরে সালমানের ‘জয় হো’ সিনেমাতেও একটি চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *