ডায়াল সিলেট ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস জামিননামা দাখিল করেছেন। শিগগির তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

 

বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বশরীরে হাজির হয়ে অপু বিশ্বাস আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন বলে নিশ্চিত করেছেন আদালতের জুডিশিয়াল পেশকার ওমর ফারুক চৌধুরী।

 

 

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় মামলা করা হয়। এতে আসামি করা হয় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ আরও ১৭ তারকাকে।

 

এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনকেও ওই হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়।

 

মামলায় ওই ১৭ অভিনেতা-অভিনেত্রী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে অর্থ জুগিয়েছেন বলে অভিযোগ আনা হয়।

 

এই মামলায় গত ২ জুন হাইকোর্ট থেকে আগাম জামিন পান অপু বিশ্বাস। ছয় সপ্তাহের জন্য তাকে জামিন দেওয়া হয়। এই সময়ের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিননামা দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।

 

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি আজ জামিননামা দাখিল করেন, যা গ্রহণ করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।

 

এর আগে গত ১৮ মে এই মামলায় গ্রেফতার করা হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। এ নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় উঠলে ২০ মে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *