Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএম পিআর বি এম রওশন কবীর জানিয়েছেন, ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার খবরটি ভুয়া। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বি এম রওশন কবীর বলেন, বিমানে কোনো বোমা বা এ জাতীয় কিছুই পাওয়া যায়নি। এটি ছিল ফেইক কল। যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে। শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে।
জানা যায়, নিরাপত্তা বাহিনীদের তৎপরতার পর কোনো ঝুঁকি না থাকায় ফ্লাইটটি এখন তার গন্তব্য কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম লিগ্যাল এফেয়ার্স ও ম্যানেজার পাবলিক রিলেশন্স (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুদ খান জানিয়েছেন, কাঠমুন্ডু ফ্লাইটের সিকিউরিটি চেক সম্পন্ন করে লাগেজ এবং যাত্রীদের অন বোর্ড করানো হয়েছে। এখন এয়ারপোর্ট এটিসি ক্লিয়ারেন্স পাওয়ার অপেক্ষায় রয়েছেন পাইলটগণ। এটিসি ক্লিয়ারেন্স পেয়ে গেলেই বিমানটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।
