২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

রাজধানীর জুরাইন এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা মিছিলের প্রস্তুতিকালে ৩ জন আটক

রাজধানীর জুরাইন এলাকায়  নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা মিছিলের প্রস্তুতিকালে ৩ জন আটক

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় রাজধানীর জুরাইন এলাকা থেকে আজ শুক্রবার সকালে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) ও ইয়ামিন হোসেন ওরফে তরুণ (২০)।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });