২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বেতন গ্রেড এক ধাপ বাড়ছে

ডায়াল সিলেট ডেকস

 সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে দশম গ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুধু রিট আবেদনকারী ৪৫ জন প্রধান শিক্ষক নন এখন সব সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর সিধান্ত নেওয়া হয়েছে।  বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তকে যুগান্তকারী বলে উল্লেখ করেছে।

বর্তমানে দেশে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক রয়েছেন। তাঁদের বেতন গ্রেড ১১তম। আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।

সর্বোচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষকদের দশম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার কথা। কিন্তু বিষয়টি আটকে ছিল। কারণ, সম্প্রতি কেবল যে ৪৫ জন প্রধান শিক্ষক রিট করেছিলেন, অর্থ মন্ত্রণালয় কেবল সেসব প্রধান শিক্ষককে দশম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার বিষয়ে সম্মতি দেয়। এ নিয়ে সারা দেশের অন্য প্রধান শিক্ষকেরা ক্ষুব্ধ হন। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সব শিক্ষককে এ সুবিধা দিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করে। এখন অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে সম্মতি দিয়েছে। এর ফলে সারা দেশের সব প্রধান শিক্ষকই দশম গ্রেডের বেতন স্কেল পাবেন।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });