ডায়ালসিলেট::
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটের গোলাপগঞ্জে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১ টার দিকে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের বাইপাস এলাকার (ঠাকুর মিয়া) মোড়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ ও ঢাকাদক্ষিণগামী দুটি বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতরা হলেন- উপজেলার বাদেপাশা ইউনিয়নের আব্দুল বাছিত, ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের আব্দুর রহিম, গোলাপগঞ্জ এলাকার সাজেদা আক্তার, , হবিগঞ্জের দিপন আহমদ , বিয়ানীবাজার উপজেলার দেবারাই গ্রামের ওয়াছিমা, সিলেটের শাহপরান থানার মেজরটিলার এখলাছ মিয়া ও দক্ষিণ সুরমার লিলি বেগম।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

