Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: কাঁপতে থাকে গোটা স্টেডিয়াম। এবার কিছু ঘটবেই। সবসময় ঘটে না। তারপরও উত্তেজনার কমতি নেই। এরকম অবস্থা কি তৈরি হচ্ছে? দেশের একজন সিনিয়র সাংবাদিককে প্রফেসর ইউনূস প্রেস সচিব হিসেবে বেছে নিয়েছেন। তার প্রতিটি কথা যে মনিটর হচ্ছে তা না বোঝার কোনো কারণ নেই। মানুষ নানা কারণেই সরকারের ওপর বিরক্ত। এটা তিনি জানেন না- তা নয়।
এই যখন অবস্থা, প্রেস সচিবের দায়িত্বটা কী। মানুষের মনে শান্তি প্রতিষ্ঠা করা নাকি উস্কে দিয়ে কোনো ফায়দা লোটা! নাকি ক্ষমতার মসনদকে নিরাপদ রাখা। ধীর-স্থির মানুষ হিসেবে শফিকুল আলমের পরিচিতি ছিল বন্ধু মহলে। এখন এমন কি ঘটলো তার চরিত্রই পাল্টে গেল! নাকি সরকারের ভেতরকার অস্থিরতা তাকে কাবু করে ফেলেছে!
হাসিনা শাসন তো শুধু রাজপথের আন্দোলনে ফুঁ হয়ে যায়নি। পর্দার আড়ালের নানা কৌশলের কাছে তাকে হার মানতে হয়। এক বছর পর অনেক কথাই শোনা যাচ্ছে। এখনই পুরোপুরি জানা যাবে না। পুরনো দলিল ঘেঁটে হয়তো একদিন আসল সত্যিটা বের করে আনা সম্ভব হবে।
