ডায়াল সিলেট ডেকস

সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড-কে সিলেট-৩ আসনে অন্তর্ভূক্তির প্রতিবাদে এক সভা শুক্রবার সন্ধায় স্থানীয় গোটাটিকর হাইস্কুলে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, নগরীর ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডবাসী দীর্ঘদিন ধরে সিলেট-১ আসনে ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। কিন্তু এই ওয়ার্ডের বাসিন্দাদের মতামত না নিয়ে নির্বাচন কমিশন কলমের খোঁচায় এই ওয়ার্ডগুলোকে সিলেট-৩ আসনে ঠেলে দেয়ার অপচেষ্টা করছেন, যা ওয়ার্ডবাসী কোন অবস্থাতেই মেনে নেবেনা।
সভায় প্রস্তাবিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি দাখিলসহ আইনানুগ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী তুরন মিয়ার সভাপতিত্বে ও গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল হক, সিলেট ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ এমএ মান্নান, সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, হাজী মারুফ আহমদ, সাবেক এডিশনাল পিপি বিপ্লব দে মাধব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, সাংবাদিক মঈন উদ্দিন, রাজনীতিক মোর্শেদ মুকুল, আফজল উদ্দিন, আক্তার রশিদ চৌধুরী, নাজিম উদ্দিন, সাহেদ আরবী, আব্দুস সাত্তার মামুন, এডভোকেট নাজমুল হুদা, এডভোকেট মামুন আহমদ, সমাজসেবী মনসুর হোসেন খান,  ইঞ্জিনিয়ার শাহজাহান কবীর রিপন, লুলু মিয়া, সালাউদ্দিন রিমন, উজ্জ্বল রঞ্জন চন্দ, বাবলু হোসেন হৃদয়, বাবর আহমদ, মনজুর আহমদ চৌধুরী, নাদির আহমদ, আফরোজ খান, খালেদ আহমদ, সালাউদ্দিন মিরাজ, প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *