নবীগঞ্জ উপজেলা অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগের সাবেক   সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  জাবেদুল আলম চৌধুরী সাজু  (৪০)-কে গ্রেপতার  করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(১ আগস্ট) রাত ১০টায় নবীগঞ্জ শহরের বাঁশ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত- জাবেদুল আলম চৌধুরী সাজু  (৪০) উপজেলার চরগাও গ্রামের উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি  আব্দুল মতিন চৌধুরীর ছেলে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগেী সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়- গত ২০২৪ সালের আগস্ট হবিগঞ্জ শহরের  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সে ছাত্র জনতার উপর  হামলা চালায়। এছাড়াও সে নবীগঞ্জ উপজেলা বিভিন্ন স্থানে নাশকতার জন্য তৎপরতা করছিল। জান যায়  শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

হবিগঞ্জ  পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান  বলেন- তিনি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সে হামলা চালায়। নাশতার ঘটনায় তাকে আটক করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *