ডায়াল সিলেট ডেকস
সিলেটের জকিগঞ্জে রাস্তার পাশে কৃষিজমি থেকে মাহমুদ আলী (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকায় মাদাননগর-বড়বন্দ সড়কের পাশে মরদেহটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে রাস্তার পাশে এক কৃষিজমিতে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পাশে ছিল তাঁর জুতা, লাইট, অন্যান্য ব্যক্তিগত সামগ্রী এবং একটি সার্জিক্যাল গ্লাভস জোড়া। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম ও এলাকাবাসী পুলিশে খবর দেন।
নিহত মাহমুদ আলী সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়চাতল গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল গফুরের ছেলে।
প্রথমে মরদেহের পরিচয় জানা না গেলেও ছবিসহ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
নিহতের ছেলে রেহিম আলী জানান, তাঁর বাবা তাবিজ-কবচ দিতেন এবং শুক্রবার এক অচেনা যুবকের সঙ্গে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে, তাবিজের কাজেই তিনি আটগ্রামে গিয়েছিলেন।স্থানীয়দের অনেকেই এই রহস্যজনক মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল শেষে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া