ডায়াল সিলেট ডেকস
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ২৪টি বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঘোষণার সময় নাহিদ ইসলাম বলেন, ‘আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম দেশকে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করার। আপনাদের সহযোগিতায় আমরা সেই লক্ষ্য অর্জন করেছি এবং জনগণের ওপর তাদের নিজস্ব কর্তৃত্ব ফিরিয়ে এনেছি।’
এর আগে নাহিদ ইসলাম বলেন, ঐতিহাসিক ১ দফা কোনো ব্যক্তির পক্ষ থেকে নয়, কোনো সংগঠনের পক্ষ থেকে নয়, কোনো দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। সেদিন ১ দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র-জনতার পক্ষ থেকে। ফলে ১ দফার প্রকৃত ঘোষক হলেন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র-জনতা এবং শহিদ ভাইবোনেরা।
তিনি আরও বলেন, ‘গত এক বছরে আমরা যে পথে এগিয়ে যাওয়ার কথা ছিলাম, সেদিকে যেতে পারিনি। এই দায় ও ব্যর্থতা আমরা স্বীকার করি। এখন সময় এসেছে সবাইকে নিয়ে একটি সেকেন্ড রিপাবলিক গড়ার। আসুন, ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপ দিয়ে আমরা গড়ে তুলি সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ।’
এনসিপির ২৪ দফা ইশতেহার:
১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক
২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার
৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার
৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার
৫. সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন
৬. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
৭. গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার
৮. স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ
৯. সার্বজনীন স্বাস্থ্যসেবা
১০. জাতিগঠনে যুগোপযোগী শিক্ষানীতি
১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব
১২. ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা রক্ষা
১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন
১৪. মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি
১৫. তারুণ্য ও কর্মসংস্থান
১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি
১৭. টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা
১৮. শ্রমিক-কৃষকের অধিকার
১৯. জাতীয় সম্পদ ব্যবস্থাপনা
২০. পরিকল্পিত নগরায়ন, পরিবহণ ও আবাসন
২১. জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা
২২. প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার
২৩. বাংলাদেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি
২৪. আধুনিক ও জনভিত্তিক জাতীয় প্রতিরক্ষা কৌশল
সমাবেশে দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
তারা বলেন, ‘এই ২৪ দফা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি জাতি পুনর্গঠনের বাস্তবভিত্তিক রূপরেখা।’
সমাবেশে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।