ডায়াল সিলেট ডেকস
সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন মোহাম্মদপুর আবাসিক এলাকা থেকে ভুয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে শহিদ আহমদ রিপন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) সৈয়দ ফখরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শহিদ নিজেকে “অনলাইন ক্রাইম তালাশ প্রতিদিন” নামীয় একটি অনলাইন পত্রিকার রিপোর্টার হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন।
ঘটনার সূত্রপাত ঘটে শনিবার সকাল ১০টার দিকে। শাহপরাণ থানার খাদিমপাড়া আনসার টিলা এলাকায় সিরাজ মিয়া ও জয়নাল আবেদীনের সঙ্গে কথোপকথনের সময় স্থানীয় খোকন আহমদ দেখতে পান, শহিদের হাতে থাকা একটি অভিযোগপত্রে তার নাম ও জাল স্বাক্ষর রয়েছে। অভিযোগপত্রে মাসুক মোল্লা, কালা সিরাজ, জয়নাল আবেদীন, আনু মেম্বার, আজাদ মেম্বার ও কামরুলের বিরুদ্ধে জেলা প্রশাসকের দপ্তরে অভিযোগ দাখিলের কথা বলা হয়
খোকন আহমদ তাৎক্ষণিকভাবে জানান, তিনি এমন কোনো অভিযোগ জানেন না এবং স্বাক্ষরটিও তার নয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদ আহমদ রিপন স্বীকার করেন, তিনি ও রহিম মিলে ভুয়া অভিযোগপত্র তৈরি করে তা জেলা প্রশাসন, বন বিভাগ ও সিটি কর্পোরেশনে জমা দেন। পরে অভিযোগপত্র দেখিয়ে অভিযুক্তদের কাছ থেকে জনপ্রতি ২০,০০০ টাকা করে চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে অনলাইন পত্রিকায় রিপোর্ট প্রকাশের হুমকি দেন।
গ্রেপ্তারকৃত শহিদ আহমদ রিপনের স্থায়ী ঠিকানা জকিগঞ্জ উপজেলার পীরের চক, আলমপুর এলাকায়। বর্তমানে তিনি সিলেট মহানগরের উত্তর মোহাম্মদপুর, ইসলামপুরে বসবাস করছিলেন।
ঘটনার প্রেক্ষিতে খোকন আহমদের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানায় মামলা নং ০১, তারিখ ০২/০৮/২০২৫ খ্রিঃ, দণ্ডবিধি ১৮৬০ এর ৪১৯/৪৬৫/৩৮৫/৫০৬ ধারায় একটি মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃত শহিদকে আদালতে সোপর্দ করা হয়েছে।