ডায়াল সিলেট ডেকস
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট বিভাগে টানা বৃষ্টির কারণে ইতোমধ্যেই নদ-নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। এতে করে জেলার নিচু এলাকাগুলোতে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টিবলয়ের প্রভাবে আগামী কয়েকদিন সিলেটে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে । সিলেটসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে, যার মূল কারণ ধেয়ে আসা শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’। এই বৃষ্টিবলয় দেশের অধিকাংশ এলাকায় সক্রিয় হয়ে পড়েছে ।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ঈশান একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। এটি দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় কম-বেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
সিলেট বিভাগে টানা বৃষ্টির কারণে ইতোমধ্যেই নদ-নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। এতে করে জেলার নিচু এলাকাগুলোতে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, আগস্ট মাসে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। আগামী ৩ দিন বৃষ্টিবলয়ের প্রভাবে সিলেটে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সময়ে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হলে উজানের পানি প্রবাহ আরও বেড়ে যেতে পারে, যা সিলেটের নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
তবে ঠিক কতটুকু নদ-নদীর পানি বৃদ্ধি পাবে, কিংবা তা বিপদসীমা অতিক্রম করবে কি না-এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবুও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

