Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: দেশের জনগণ এখন প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বেলা ৩টা ২০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত এবং দলীয় সংগীত পরিবেশন হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শন, থিম সং এবং আবৃত্তি পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
দেশের জনগণ এখন প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বেলা ৩টা ২০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত এবং দলীয় সংগীত পরিবেশন হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শন, থিম সং এবং আবৃত্তি পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
