ডায়াল সিলেট ডেকস
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট মহানগরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই জাগরণ: নব উদ্যমে বিনির্মাণ’ শীর্ষক র্যালি। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় এটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বরখানায় গিয়ে শেষ হয়। এর আগে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ।
র্যালিতে মহানগর ছাত্রশিবিরের নেতাকর্মীরা লাল-সবুজের পতাকা ও ব্যানার হাতে অংশগ্রহণ করেন। তাঁরা ‘জুলাই জাগরণ’, ‘আদর্শের বাংলাদেশ চাই’, ‘বৈষম্যমুক্ত সমাজ গড়ো’ সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন নগরীর রাজপথ।

