ডায়াল সিলেট ডেকস

Thank you for reading this post, don't forget to subscribe!

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি মাসুম মিয়া ওরফে ডগি (২৫), পিতা ফেরদৌস মিয়া, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন নিজগাঁও এলাকার বাসিন্দা।

র‌্যাব-৯ জানায়, প্রতিষ্ঠার শুরু থেকেই র‌্যাব বাহিনী দেশব্যাপী হত্যা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও জঙ্গি দমনে এবং বিভিন্ন ধরনের ঘৃণ্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাব নিরলসভাবে কাজ করছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৮ জুলাই ২০২৫ ইং তারিখ রাত ৯টা ৪৫ মিনিটে ভিকটিম চট্টগ্রাম রেলস্টেশন থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনে করে নিজ বাড়ি আসার উদ্দেশ্যে যাত্রা করেন। তবে ভুলবশত ৯ জুলাই ভোর ৪টার দিকে তিনি শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে নেমে পড়েন। ওইদিন দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে একদল দুষ্কৃতকারী তাকে ফুসলিয়ে শায়েস্তাগঞ্জ থানাধীন পূর্ববড়চরের একটি পরিত্যক্ত বাড়ির বারান্দায় নিয়ে যায়।

সেখানে বিকেল ৪টার দিকে আসামি মাসুম মিয়া ভিকটিমকে ধর্ষণ করে। পরবর্তীতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তাকে নিজগাঁও গ্রামের একটি বাগানে নিয়ে গিয়ে আরও কয়েকজন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। স্থানীয় লোকজন ভিকটিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা শেষে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরিবারের কেউ না থাকায় পুলিশ বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করে।

এই মামলার পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট ২০২৫ ইং তারিখ সকাল ১১টা ৫ মিনিটে র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে প্রধান আসামিকে নিজ এলাকায গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাসুম মিয়াকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *