ডায়াল সিলেট ডেসক

বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ ৮ দফা দাবীতে আগামী ১২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সিলেটসহ দেশব্যাপী ৭২ ঘন্টা পরিবহন কর্মবিরতির ডাক দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন।

উক্ত পরিবহন কর্মবিরতি সফলের লক্ষ্যে সিলেটে পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) কদমতলীস্থ বাস টার্মিনাল হলরুমে মালিক শ্রমিক সমন্বয় পরিষদ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যৌথ উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজিব আলী ও সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন। প্রধান বক্তার বক্তব্যে রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, সিলেট জেলা ট্রাক প্রিকাপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি নাজির আহমদ স্বপন, সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি আবুল হাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান সভাপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রব, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী জয়নাল, সুনামগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সমর দেব, ব্রাহ্মণবাড়িয়া জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মিয়া, হবিগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের ভারপাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা মালিক গ্রুপের সহ সাধারন সম্পাদক শফিক নুর, হবিগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি হাবিবুর রহমান জিতু, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মনসুর আহমেদ, সিলেট জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান, সিলেট জেলা ইমা লেগুনা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইনসান আলী, সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি হারুন রশীদ আলু, সুনামগঞ্জ জেলা ইউম্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি সপিক মিয়া ও সিলেট জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন-২০৯৭ এর সহ সভাপতি শাহনুর মিয়া প্রমূখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *