ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটে মধ্যরাতে ক্বিনব্রিজ এলাকায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্বীন ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ডালিম (৩৫) তিনি ময়মনসিংহ জেলার একই থানার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।
রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক ডালিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, ছিনতাইকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে

