ডায়াল সিলেট ডেস্ক:-

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে  বিক্ষোভ সমাবেশ করেছে ‘চা শ্রমিক ঐক্য’ কেন্দ্রীয় কমিটি।

মাত্র ৮.৯২ টাকা ইনক্রিমেন্টের মাধ্যমে চা শ্রমিকদের সঙ্গে প্রতারণার প্রতিবাদে ও দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণের দাবিতে সিলেটে বিক্ষোভ  এ সমাবেশ ।বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বচন কালোয়ার।

সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক ঐক্যর উপদেষ্টা ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, চা শ্রমিক নেতা মনি প্রধান, অধীর বাউরী প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, “গত ৩০ জুলাই সরকার ও মালিক পক্ষ ‘গেজেট-২০২৩’ অনুযায়ী চা শ্রমিকদের বেতন মাত্র ৫ শতাংশ ইনক্রিমেন্ট বাড়িয়ে ৮.৯২ টাকা করেছে, যা বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ অসংগতিপূর্ণ। দৈনিক মজুরি ১৭৮.৫০ টাকা থেকে বাড়িয়ে ১৮৭ টাকায় উন্নীত করা হয়েছে, যা শ্রমিকদের সঙ্গে স্পষ্ট প্রতারণা।”

তারা আরও বলেন, “এই গেজেট শ্রমিকদের সঙ্গে কোন আলোচনা ছাড়াই পাশ করা হয়েছে এবং এতে বলা হয়েছে—একবার গেজেট হলে মজুরি বিষয়ে আর কোনো আলোচনা করা যাবে না। এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

বক্তারা দাবি জানান, এই গেজেট অবিলম্বে বাতিল করে চা শ্রমিকদের দৈনিক মূল মজুরি ৬০০ টাকা নির্ধারণ করতে হবে। তারা বলেন, এই দাবি পূরণ না হলে চা বাগানের ছাত্র-যুব ও শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, “চা শিল্পে শ্রমিকদের অবদান অপরিসীম হলেও প্রতিনিয়ত তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অথচ মজুরি বাড়ছে নামমাত্র। এই বৈষম্যমূলক গেজেট বাতিল না হলে দুর্বার আন্দোলন অনিবার্য।”

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *