ডায়াল সিলেট ডেস্কঃ-

সিলেট বিভাগে গত এক সপ্তাহে (১–৮ আগস্ট) খুন, সড়ক ও রেল দুর্ঘটনা, আত্মহত্যা,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও পানিতে ডুবে যাওয়া  প্রাণ হারিয়েছেন মোট ২৩ জন। এর মধ্যে সড়ক ও রেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১১ জনের, খুন হয়েছেন ৪ জন, আত্মহত্যা করেছেন ৪ জন, পানিতে পড়ে বা ডুবে মারা গেছেন ৩ জন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১ জন।

সর্বশেষ শুক্রবার (৮ আগস্ট) রাতে নগরীর ক্বীন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে একজন নিহত হয় এবং একই রাতে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাঠলিপুলে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে আরও একজন মারা যায়। এবং মৌলভীবাজারের বড়লেখায় আত্মহত্যা করেন এক চা শ্রমিক।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর ক্বীন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে খুন হন ডালিম মিয়া (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে । এ ঘটনায় নাঈম আহমেদ রজব (১৯) নামে এক কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে । প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও হামলাকারী দুজনই ছিনতাইকারী চক্রের সদস্য। ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ খুন হয়। নিহতের মা রীতা বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

গত এক সপ্তাহে সিলেট নগরীর বড়শালা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন বিশ্বনাথের মো. জিসান আহমদ (২৩)। মৌলভীবাজারের লাউয়াছড়া এলাকায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে প্রাণ হারান ফরিদপুরের হাওয়া বেগম (৪০)। মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত হয়েছেন আল-আমিন (২৮)। ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনের কাছে আন্তঃনগর উপবন ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়। সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুরে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আফসানা খুশী (১৭), স্নেহা চক্রবর্তী (১৮) ও শফিকুল ইসলাম (৫০)।

আত্মহত্যার ঘটনাগুলোর মধ্যে রয়েছে—জালালাবাদ থানার সোনাতলা গ্রামে বেবি বেগম (২২), নগরীর কানিশাইল এলাকায় রেশমা বেগম (১৪), হবিগঞ্জের মাধবপুরের সুয়েব মিয়া (৩০) এবং চা বাগানে চোর সন্দেহে আটক হয়ে পিটুনিতে নিহত ইমাম উদ্দিন (৩৮)। যদিও ইমামের মৃত্যু নিয়ে স্থানীয়রা হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছেন।

পানিতে ডুবে মারা গেছেন নগরীর কাজিটুলার আমেনা বেগম (২৫) এবং হবিগঞ্জের চুনারুঘাটের চার বছরের শিশু মুনতাহা। এছাড়া কোম্পানীগঞ্জের ধলাই নদীতে লাকড়ি তুলতে গিয়ে স্রোতে ভেসে গেছেন আফতাব উদ্দিন (৩১)।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জের আরতি সরকার (৫০), কনের মা। তার মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই কন্যার বিয়ে সম্পন্ন হয় হবিগঞ্জ শহরে।

এছাড়া সিলেটের জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের এওলাসার গ্রামে ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে এবং মৌলভীবাজারের কুলাউড়ায় ডোবা থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ রবিউল ইসলাম নাঈমের লাশ, যাকে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি।

এই ধারাবাহিক মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগজুড়ে শোকের পাশাপাশি জনমনে আতঙ্ক নেমে এসেছে। আর আইনশৃঙ্খলা বাহিনী একাধিক ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *