ডায়াল সিলেট ডেস্কঃ-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে চাঁদা দাবির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) দুপুরে নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিনের সই করা চিঠি তাঁর কাছে পাঠানো হয়।
ঘটনার সূত্রপাত গতকাল রোববার, যখন চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে নিজাম উদ্দিনের ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তাঁকে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় আন্দোলন বন্ধে টাকা চাইতে শোনা যায়।
এ বিষয়ে জানতে চাইলে নিজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘এগুলো পুরোনো ও পরিকল্পিত ভিডিও। আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই এগুলো ছড়ানো হয়েছে। ভিডিও যিনি করেছেন, তিনি লাইভে এসে বিস্তারিত বলবেন।’ দলের শোকজ পাওয়ার কথাও স্বীকার করে তিনি জানান, যথাযথ ব্যাখ্যা তিনি লিখিতভাবে জমা দেবেন।
দলের পাঠানো কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ১০ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। তাই কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে চট্টগ্রামের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হক বরাবর আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এটি প্রথম নয়-এর আগে গত ৫ জুলাই এক নারী চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রামের পুলিশ কমিশনারকে চিঠি দেন। অভিযোগে বলা হয়, দুই কোটি টাকা না দেওয়ায় নিজাম উদ্দিন তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। তখন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন। অভিযোগের পর তাঁকে পদ থেকে সাময়িকভাবে সরানো হলেও পরে আবার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়।