ডায়াল সিলেট ডেস্কঃ-

সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথরে ব্যাপক পাথর লুটপাট হয়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সিলেট জেলা প্রশাসন। একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে গঠিত এই কমিটি। আগামী রবিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

বুধবার (১৩ আগস্ট) বিষয়টি সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ  নিশ্চিত করেছেন।  তিনি জানান, গত মঙ্গলবারই এই তদন্ত কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসক বলেন, ‘লুটপাটের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সাদা পাথরে কী হচ্ছে, কেন হচ্ছে? এটি তদন্তের জন্য কমিটি কাজ করবে। দ্রুততম সময়ের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।’

তিনি আরও জানান, সাদা পাথরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ক্রাশার মিল অপসারণ, এসব মিল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ নানা পদক্ষেপ চলমান রয়েছে। জেলা প্রশাসকের ভাষায়, ‘এক জায়গায় কিছুটা বিচ্যুতি ঘটলেও অন্য জায়গায় কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। আমাদের অভিযান নিয়মিত চলবে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *