২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

মাইলস্টোন যুদ্ধবিমানের বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষক মাহফুজা খাতুন আর নেই

মাইলস্টোন  যুদ্ধবিমানের বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষক মাহফুজা খাতুন আর নেই

ডায়াল সিলেট ডেস্কঃ-

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গত ২১ জুলাই বিমানবাহিনীর যুদ্ধবিমানের বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষক মাহফুজা খাতুন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শারীরিক অবস্থা সম্পর্কে শাওন বিন রহমান জানান, মাহফুজার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ এ। আহত অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });