বেতনের দাবিতে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাসা গ্রুপের শ্রমিকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাজনিত কারণে আশপাশের ১৫টি শিল্প কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রতিষ্ঠানটির তিনটি কারখানার কয়েক হাজার শ্রমিক বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন।

শিল্প পুলিশ জানায়, সকালে নাসা গ্রুপের শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর পরপরই বিক্ষোভকারী শ্রমিকদের একটি অংশ পাশের কলকারখানার শ্রমিকদের কারখানা থেকে বের করে আনার চেষ্টা করে। এ সময় নিরাপত্তাজনিত কারণে অন্তত ১৫টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকেরা জানান, বকেয়া বেতন পরিশোধের আগে গত ১০ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত চার দিনের জন্য ছুটি ঘোষণা করে নাসা গ্রুপ কর্তৃপক্ষ।বৃহস্পতিবার(১৪ আগস্ট) শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও বকেয়া পরিশোধ না করে আবারও চার দিন সাধারণ ছুটির নোটিশ গেটে টানিয়ে দেয়। শ্রমিকেরা সাধারণ ছুটি বর্ধিত করার নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করেন।

নোটিশে বলা হয়, অনিবার্য কারণবশত আজ ১৪ আগস্ট থেকে  ১৮ আগস্ট পর্যন্ত কারখানার সব বিভাগ ও শাখায় (জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া) সাধারণ ছুটি বাড়ানো হলো। আগামী ১৯ আগস্ট মঙ্গলবার কারখানার সব বিভাগ ও শাখা যথারীতি খোলা থাকবে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া গনমাধ্যমকে বলেন, শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় অবস্থিত ১৫টি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *