ডায়ালসিলেট::
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটে পুলিশী নির্যাতনে নিহত রায়হানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ও দেশব্যাপী চলমান ধর্ষণের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম, সিলেট। আজ শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ন্যাশনালিষ্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম,সিলেট এর সভাপতি কামরান হোসেন হেলালের সভাপতিত্বে এবং আবু বকর সিদ্দিক ও নির্ঝর রায় এর যৌথ পরিচালনায় এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান অথিতি জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমেদ, ওলিউর রহমান ওলি,এমদাদুল হক সপন,আবু সালেহ মোঃ তাহের, তুহিন আহমেদ,কামরুল হাসান, মিজানুর রহমান পাভেল, হাসান মঈনউদ্দিন আহমেদ মঈনুল, রনি কুমার সিংহা, তাহসিন মেহদি প্রিন্স,আব্দুল হাসীব, মিনার হোসেন লিটন,উজ্জল আহমেদ, মতছির আহমেদ,রুহুল আমিন রুহুল, মকবুল আহমেদ এবং আরো অনেকে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমেদ, ওলিউর রহমান ওলি,এমদাদুল হক সপন,আবু সালেহ মোঃ তাহের, তুহিন আহমেদ,কামরুল হাসান প্রমুখ।

