ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!প্রায় ২২ ঘন্টা পর মৌলভীবাজারের মনু নদী থেকে নিখোজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
রোববার সকালে সদর উপজেলার দুর্লভপুর খেয়াঘাট এলাকার মনু নদী থেকে সুধাংশু সোম (৬৫) এর লাশ উদ্ধার করে ডুবুরীরা।
জানা যায়, গত ১৭ অক্টোবর সকাল ১১ টায় শহরতলীর সৈয়ারপুর শ্বশাস ঘাট এলাকায় মনু নদীতে গোসল করতে নামেন সুধাংশু সোম। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম উদ্ধার অভিযানে নামে। সারাদিন অভিযানের পর সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করে পরদিন সকালে দুর্লভপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরীরা।
সুধাংশু সোম সদর উপজেলার কাগাবলা এলাকার বাসিন্ধা। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।

