ডায়াল সিলেট ডেস্কঃ-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইকরা রহমান (৭) নামে এক নার্সারি শিক্ষার্থী শিশু নিহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজারের পশ্চিম পাশে, গ্রামীণ ব্যাংকের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত ইকরা জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাফনিয়া (বাল্লাহ) গ্রামের প্রবাসী হাবিবুর রহমান হাবিবের মেয়ে।
সে কালিগঞ্জ বাজারের সীমান্তিক স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী পারভেজ হাসান জানান, কালিগঞ্জ থেকে আটগ্রামের দিকে যাচ্ছিল একটি ১০ সিটের টেম্পু। পথে হঠাৎ ইকরা দৌড়ে গাড়ির সামনে চলে আসে।
গাড়ির ধাক্কায় গুরুতর আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ বাজারে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে সিলেটে নেওয়ার পথে চারখাই এলাকায় পৌঁছেই ইকরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
স্থানীয় বাসিন্দা এমাদ উদ্দিন ইমদাদ এবং সীমান্তিক স্কুলের শিক্ষক আতাউর রহমান জানান, দুঃখজনক এই ঘটনায় এখন দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং তারা কাউকে দোষারোপ করছেন না।
জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য তাদের কাছে আসেনি।

