ডায়াল সিলেট ডেস্কঃ-

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, নতুন বাংলাদেশের চাহিদা মোতাবেক কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি নিতে হবে। মঙ্গলবার (২৬শে আগস্ট) সিলেটের আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চার দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন ।

সঞ্জীবনী প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরে সচিব বলেন, নতুন কর্মপরিকল্পনা তৈরি করে নতুন উদ্যোগে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে। এছাড়া, দাপ্তরিক কাজের মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে হবে।

কর্মকর্তা-কর্মচারীদের আইন ও বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্বরোপ করে তিনি বলেন, কোনো অবস্থাতে আইন ও বিধিবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। জনগণের প্রতি দায়বদ্ধ থেকে নিয়ম মেনে দাপ্তরিক সেবা প্রদান করতে হবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক ও যুগ্ম সচিব কাজী জিয়াউল বাসেত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ রিফাত ইয়াসমীন জাহান।

উল্লেখ্য, এই সঞ্জীবনী প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ৪৪ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নিয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *