ডায়াল সিলেট ডেস্কঃ-

নিজেদের তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ধাওয়ার ঘটনা ঘটে।

বুধবার বেলা দেড়টার দিকে শাহবাগের মূল সড়ক থেকে শিক্ষার্থীরা যমুনার দিকে রওনা হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পার হওয়ার সময় পুলিশ ছাত্রদের বাধা দেয়। এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে ছাত্রছাত্রীদের উপর । এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয় এবং কয়েকজন আহত হন। আহতদের মধ্যে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাইম মির্জা জানান, মিছিলে এগোচ্ছিলেন, হঠাৎ বিকট শব্দের সঙ্গে পায়ে আঘাত লাগে।

গতকাল মঙ্গলবারও একই দাবিতে শিক্ষার্থীরা পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে-ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার না করা, নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া এবং দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা । ছাত্রদের অভিযোগ তাদের শান্তিপূণ্য ও বৈধ দাবীর আন্দোলনে পুলিশ অনৈতিকভাবে এমন হস্তক্ষেপ করছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *