কানাইঘাটে গাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

কানাইঘাটে গাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু

ডায়ালসিলেট::

কানাইঘাটে গাছ কাটার সময় গাছের ডালের আঘাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার বড়চতুল ইউনিয়নের মাঝবড়াই গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদ উদ্দিন (১৭) একই ইউনিয়নের কাদিরগ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আসাদ ডাল কাটার জন্য সকালে একটি উচু গাছে উঠে। ডালটি কাটার শেষ পর্যায়ে ডাল ভেঙে তাকে স্বজোরে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ