২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

ট্রাম্পের বিশ্বজুড়ে জারিকৃত বেশিরভাগ শুল্ক অবৈধ: মার্কিন আদালতের ঘোষণা

ট্রাম্পের বিশ্বজুড়ে জারিকৃত বেশিরভাগ শুল্ক অবৈধ: মার্কিন আদালতের ঘোষণা

ডায়াল সিলেট ডেস্কঃ-

মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগ্‌ই অবৈধ যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালতের রায়ে এই ঘোয়না জানানো হয়। ধারণা করা হচ্ছে এই রায় ট্রাম্পের বৈদেশিক নীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে ।

এই রায় বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপিত শুল্কের ওপর প্রভাব ফেলবে। সেই সাথে চীন, মেক্সিকো এবং কানাডার ওপর আরোপিত অন্যান্য শুল্কেও প্রভাব ফেলতে পারে।

সাত-চার ভোটে দেওয়া এক রায়ে ইউএস ফেডারেল সার্কিট কোর্ট ট্রাম্পের যুক্তিকে প্রত্যাখ্যান করে বলেছে, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এসব শুল্ক অনুমোদিত নয়। যে কারণে আদালত এই রায়কে আইনের পরিপন্থী ও অবৈধ বলেও উল্লেখ করেছে।

এই রায় ১৪ই অক্টোবরের আগে কার্যকর হবে না, যাতে প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টে মামলাটি নেওয়ার জন্য আবেদন করার সময় পায়।

ট্রাম্প আপিল আদালতের রায়কে তীব্র সমালোচনা করেছেন। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “এই সিদ্ধান্ত বহাল থাকলে, তা সত্যিই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে।”

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });